ডিআইইউতে তৃতীয়বারের মতো কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ আয়োজিত কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল সিডিএসটিএফ-এর তৃতীয় আসর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এবারের থিম “কালারস অফ বাংলাদেশ”। বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন।
বিজ্ঞাপন
বিশ্বব্যাপী ডিজিটাল গল্পকারদের জন্য উন্মুক্ত এই ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য জমা গ্রহণ শুরু হয়েছে ফিল্মফ্রিওয়ে প্ল্যাটফর্মে।
যেকোনো ভাষায়, বাংলাদেশের মানুষ, প্রকৃতি, সংস্কৃতি, ইতিহাস বা জীবনধারার উপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য গল্প বা ভিডিও পাঠানো যাবে চারটি ক্যাটাগরি যথাক্রমে, সাংবাদিকতা ক্যাটাগরি, ইন্ডিপেন্ডেন্ট ক্যাটাগরি, ডিআইইউ কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ক্যাটাগরি, এক মিনিট ক্যাটাগরি।
বিজ্ঞাপন
সিডিএসটিএফ-এর প্রধান উপদেষ্টা ও সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আফতাব হোসেন বলেন, “বাংলাদেশের গল্পকে ইতিবাচকভাবে বিশ্ব দরবারে তুলে ধরার জন্যই এই আয়োজন।”
উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ১৮–১৯ ফেব্রুয়ারি ২০২৬, ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ার-এর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
ফেস্টিভ্যালের কনভেনর এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান বলেন, “ আমাদের নিজস্ব গল্পের মাধ্যমে আমরা বাংলাদেশকে নতুনভাবে দেখতে চাই, বিশ্বকে দেখাতে চাই।”
উল্লেখ্য, গত দুই আসরে দেশ-বিদেশ থেকে সিডিএসটিএফ ব্যাপক সাড়া পেয়েছে। ১১০টিরও বেশি দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে চলচ্চিত্র জমা পড়ে এবং নির্বাচিত চলচ্চিত্রগুলো উৎসবে প্রদর্শিত হয়।
এনএইচ