গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
গোপালগঞ্জে বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। ৫০ মিনিট পরে বিকেল ৫টা ২০ মিনিটে অবরোধ তুলে নেন তারা।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কে উভয় লেনে যানজটের সৃষ্টি হয়। তবে যানজটে আটকা পড়া কয়েকটি রোগী বহনকারী গাড়ি ছেড়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়কে এসে শেষ হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, গোপালগঞ্জে জুলাইয়ের যোদ্ধাদের ওপর হামলা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। হামলাকারীদের দ্রুদ বিচার নিশ্চিত করার দাবি জানাই আমরা।
এর আগে, দুপুর ২টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এনসিপির নেতারা সমাবেশ শেষে মাদারীপুরে ফেরার পথে হামলার শিকার হন। এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মেহেরব হোসেন/এএমকে