জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ হওয়া শিক্ষার্থী ও নাগরিকদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একইসঙ্গে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পাইলটসহ সবার আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনাও করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। হযরত মুহাম্মদ (সা.)-এর শানে দরুদ পাঠের মাধ্যমে মাহফিল শুরু হয় এবং দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।

মাহফিলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা মসজিদকে পবিত্র স্থান হিসেবে শ্রদ্ধা করি। কিন্তু দুঃখজনকভাবে একটি গোষ্ঠী মসজিদকে অপরাজনীতির কেন্দ্র বানাতে চাইছে। ফজরের নামাজ শেষে তারা মিটিং করছে, গালিগালাজ শেখাচ্ছে। মসজিদ যেন কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করতে পারে, সে বিষয়ে সবার সচেতন হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের ছাত্রদল সবসময় স্মরণ করবে এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছে। একইসঙ্গে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত শিশুদের জন্যও আমরা দোয়া করছি।

ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাছির উদ্দিন নাছির বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই আজকের দোয়া ও মিলাদ মাহফিল। তবে এরই মধ্যে মর্মান্তিক মাইলস্টোন দুর্ঘটনায় ৩২ জন প্রাণ হারিয়েছেন, আমরা তাদের প্রতিও সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।

তিনি অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর চালানো হামলার বিচার না হওয়ার সমালোচনা করে বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছিল, তাদের বিচার এখনো শুরু হয়নি। ঢাবি প্রশাসন এসব বিষয়ে নিষ্ক্রিয় রয়েছে। এমনকি অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএআর/এআইএস