জাবির ২১ হলে ছাত্রশিবিরের সাইকেল পাম্পার বিতরণ
শিক্ষার্থীদের সাইকেল ব্যবহার সহজ ও ঝামেলামুক্ত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১টি হলে সাইকেল পাম্পার বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
রোববার (২৭ জুলাই) শাখা ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ বিভাগের উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়। এদিন কয়েকটি হলের প্রাধ্যক্ষের কাছে পাম্পার হস্তান্তরের মাধ্যমে কার্যক্রমটির উদ্বোধন করা হয়।
বিজ্ঞাপন
শাখা ছাত্রশিবির সূত্রে জানানো হয়েছে, ম্যানুয়াল সাইকেল পাম্পারগুলো সংশ্লিষ্ট হলের দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি গার্ডদের কাছে সংরক্ষিত থাকবে। শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী এসব পাম্পার ব্যবহার করতে পারবেন।
বিষয়টি নিয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকাটি অনেক বড় হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে সাইকেল ব্যবহার ব্যাপক। তবে যেকোনো সময় সাইকেলের টায়ারে সমস্যা হলে তাদের নিকটস্থ দোকানে যেতে হয়, যা সময়সাপেক্ষ। তাই আমরা প্রতিটি ছাত্র ও ছাত্রীর হলে এই পাম্পার বিতরণের উদ্যোগ নিই, যাতে শিক্ষার্থীরা দ্রুত ও সহজে প্রয়োজনীয় সহায়তা পান। আশা করি এই ছোট উদ্যোগটি তাদের জন্য উপকারী হবে।
বিজ্ঞাপন
মেহেরব হোসেন/এমএএস