ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের সুবিধার্থে হলের শিক্ষার্থী মুসলিমুর রহমান, আহমদ আল সাবাহ ও মুশফিক তাজওয়ার মাহিরের উদ্যোগে জরুরি মেডিসিন বক্স স্থাপন করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) ঢাবির শেখ মুজিবুর রহমান (মুজিব হল) হল গেট সংলগ্ন দেয়ালে এটি স্থাপন করা হয়। হলের প্রাধ্যক্ষ ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ মেডিসিন বক্সের উদ্বোধন করেন।

এ বিষয়ে শিক্ষার্থী মুসলিমুর রহমান বলেন, গভীর রাতে অথবা দুর্যোগকালীন মুহূর্তে হলের কোনো শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হলে জরুরি মুহূর্তে মেডিসিন পাওয়া দুষ্কর হয়ে যায়। হলে কিংবা হল সংলগ্ন কোথায়ও ফার্মেসি না থাকার কারণে দূরবর্তী ফার্মেসি থেকে শিক্ষার্থীদের ওষুধ সংগ্রহ করতে হয়।

এছাড়াও দুর্যোগকালীন অথবা গভীর রাতে দূরবর্তী ফার্মেসিগুলোও বন্ধ থাকে। জরুরি মুহূর্তে হলে অবস্থানরত শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতে শেখ মুজিবুর রহমান হলে জরুরি বক্সটি স্থাপন করা হয়েছে বলে জানান তিনি। শিক্ষার্থীরা এ বক্স থেকে তাদের প্রয়োজন মতো ওষুধ সংগ্রহ করতে পারবে।

তবে জরুরি প্রয়োজনে মেডিসিন সেবা গ্রহণের জন্য ওষুধ সংগ্রহের ক্ষেত্রে শিক্ষার্থীদের মানতে হবে কিছু নির্দেশনা–

এক. জরুরি প্রয়োজন ছাড়া ওষুধ সংগ্রহ থেকে বিরত থাকুন। অপ্রয়োজনে ঔষধ সংগ্রহ করলে অন্যদের প্রকৃত প্রয়োজনের সময় অসুবিধা হতে পারে।

দুই. একই ওষুধ দুটির বেশি সংগ্রহ করবেন না। অতিরিক্ত সংগ্রহে সঞ্চিত ওষুধ দ্রুত ফুরিয়ে যেতে পারে এবং এটি সবার সেবা গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

তিন. ওষুধ নেওয়ার পর যেসব ওষুধ ব্যবহৃত হয়নি, সেগুলো ফিরিয়ে দিলে অন্য কোনো ভাই উপকৃত হতে পারবে।

চার. মেডিসিন বক্সের যথাযথ রক্ষণাবেক্ষণে সক্রিয় ভূমিকা রাখুন। সবার সচেতন ও দায়িত্বশীল আচরণই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগকে কার্যকর ও দীর্ঘস্থায়ী করে তুলতে পারে।

এসএআর/এসএসএইচ