ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল ঘোষণার পরপরই ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে। সিনেট ভবনের সামনে অসংখ্য শিক্ষার্থীরা জড়ো হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করেন।
বিজ্ঞাপন
মিছিলে শিক্ষার্থীরা ‘ককটেল না ডাকসু? ডাকসু ডাকসু!’, ‘দালালি না ডাকসু? ডাকসু ডাকসু’, ‘জিয়া হল কী চায়? ডাকসু ডাকসু’, ‘এফ আর হল কী চায়? ডাকসু ডাকসু’, ‘শামসুন্নাহার হল কী চায়? ডাকসু ডাকসু’— এমন নানা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন সিনেট ভবন এলাকা।
একাধিক শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, অবশেষে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এটি আমাদের বহুদিনের দাবি। ডাকসু নির্বাচন হলে শিক্ষার্থীদের নিজস্ব নেতৃত্ব প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে এবং লেজুড়বৃত্তিক রাজনীতি থেকে মুক্তি মিলবে।
বিজ্ঞাপন
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ সাইফুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, তফসিল ঘোষণাটি আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা আশা করি, এই তফসিল অনুযায়ী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন কোনো রাজনৈতিক চাপ বা হুমকিতে প্রভাবিত না হয়, আমরা সেই আহ্বান জানাই। ডাকসু নির্বাচন হলে যারা ফ্যাসিবাদের দিকে এগোচ্ছে, তাদের পথ রুদ্ধ হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে প্রায় তিন দশক পর। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কোনো নির্বাচন হয়নি। শিক্ষার্থীদের দাবি এবং দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আবারও ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সবার আশা, এ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চা এবং নেতৃত্ব তৈরির ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করবে।
এসএআর/এমএ