জুলাই সনদের দাবিতে ৭ ঘণ্টা ধরে শাহবাগ অবরোধ, তীব্র যানজটে দুর্ভোগ চরমে
জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন ও তা সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে টানা সাত ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন ‘জুলাই যোদ্ধারা’।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে এই অবস্থান কর্মসূচি শুরু হয়।
বিজ্ঞাপন
‘জুলাই যোদ্ধা সংসদ’ নামের একটি প্ল্যাটফর্মের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। বিশেষ করে নীলক্ষেত, নিউমার্কেট, সাইন্সল্যাব, ধানমন্ডি এলাকায় তিব্র যানজট লক্ষ্য করা গেছে। চরম ভোগান্তিতে পড়েছে পথ চলতি মানুষ। অনেককে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।
এক সিএনজি চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, জ্যামে অনেক কষ্ট, মামা! গাড়ির চাকা না ঘুরলে আয় করব কীভাবে?
বিজ্ঞাপন
রিকশাচালক রাশেদ বলেন, সকাল থেকেই রাস্তা বন্ধ। মালিককে জমা দিতে হবে ৫০০ টাকা, এখন পর্যন্ত ৪০০ টাকার ভাড়াও তুলতে পারিনি। শাহবাগেই আটকে আছি।
আরও পড়ুন
এদিন সকাল ১০টার দিকে শুরু হওয়া এ অবরোধে জুলাই যোদ্ধারা অংশ নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। বিক্ষোভকারীরা ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘২৪-এর চেতনা বৃথা হতে দেব না’, ‘অন্তবর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’— এমন অনেক স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারীরা বলেন, আমাদের জুলাই সনদ দিতেই হবে। এটি সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। নাহলে আমরা জীবন দেব, কিন্তু রাজপথ ছাড়ব না। আমরা শুধু গাছের ফুল দেখতে চাই না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই।
তারা আরও অভিযোগ করেন, আমরা এর আগেও বারবার এখানে দাঁড়িয়েছি। কিন্তু সরকার শুধু আশ্বাস দিয়েছে, কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এবার আর পেছনে ফেরার পথ নেই।
এসএআর/এমজে