উত্তরা ইউনিভার্সিটিতে ‘বিজনেস অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫’ অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং বিশেষ অতিথিদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘বিজনেস অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫’।
শুক্রবার (১ আগস্ট) ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের অ্যালামনাই ও অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়াসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
দিনব্যাপী এ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন- ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর কাজী তারেক উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন বিজনেস স্কুলের ডিন ড. ইসরাত হোসেন ও প্রক্টর প্রফেসর ড. এ এস এম শাহাবুদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। এ সময় তিনি অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণ ও বিশ্ববিদ্যালয় পরিবারের সঙ্গে তাদের অটুট সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মাহিউদ্দিন ও বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ আহির আজাদ।
এতে আরও বক্তব্য দেন- বিভাগের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা, যারা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটিকে আরো হৃদয়গ্রাহী করে তোলেন।
এমএন