ঢাকায় গোয়ালন্দ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান : তারুণ্যের চোখে ইতিহাস’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শুক্রবার (১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের মুনীর চৌধুরী মিলনায়তনে এ কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে সমিতির সাধারণ সম্পাদক মো. পাপ্পু মণ্ডল জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেরিন ইঞ্জিনিয়ার গাজী জাহিদ হাসান, অ্যাডভোকেট এস. এম. সিরাজুল ইসলামসহ সমিতির অন্যান্য উপদেষ্টা সদস্যরা।

উদ্বোধনী বক্তব্যে সমিতির সভাপতি মো. রিয়াদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ইতিহাস চর্চার মাধ্যমে শহীদদের স্মরণ করতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এমন আয়োজন চলমান থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

এসএআর/এমএন