ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী হাফেজ সাজিদ আবদুল্লাহ হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিল্লাতিয়ান শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা ইবি প্রশাসনের গাফিলতির দায় নিরূপণ ও দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সোমবার (৪ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা ইউনিভার্সিটি মিল্লাতিয়ান অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, হাফেজ সাজিদ আবদুল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, যদি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তবে দেশের অন্যান্য শিক্ষার্থীরাও নিরাপত্তাহীনতায় ভুগবে এবং এমনকি আবারও এমন বর্বর ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের বিচার চান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিনহাজ এবং সঞ্চালনা করেন সদস্যসচিব হোসাইন আহমাদ জুবায়ের।

বক্তব্য রাখেন সংগঠনের —নাসরুল্লাহ নাঈম, নাহিদুল ইসলাম, শেরশাহ আলী খান, মুজাহিদুল ইসলাম, সগীর ইবনে ইসমাইল, সালমান সাইফ সিদ্দিকী প্রমুখ।

এছাড়া নিহত সাজিদের সহপাঠী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট’ বিভাগের শিক্ষার্থী নাহিদা সুলতানা উর্মিও মানববন্ধনে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, হাফেজ সাজিদ আবদুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবং তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ছিলেন। তাকে নিজ ক্যাম্পাসে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এসএআর/এআইএস