জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় মিছিল করেছে উন্মুক্ত লাইব্রেরির শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলা থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ মিছিল শেষ হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. রেজওয়ান আহমেদ বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ আমাদের একান্ত কাম্য। যেখানে থাকবেনা দমন-পীড়ন, ভয় কিংবা অন্যায়ের আশ্রয়। সকল মানুষের জন্য থাকবে সমান অধিকার ও মর্যাদা। ধর্ম-বর্ণ-জাতপাতের ঊর্ধ্বে উঠে গড়ে উঠবে বৈষম্যহীন সমাজ। এই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠাই হোক আমাদের অঙ্গীকার।

বাংলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ হুসাইন মুন্না বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতার বৈপ্লবিক অবস্থান সমুন্নত রাখতে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ২৪ এর  গনঅভ্যুত্থানে মতো রাজপথে আমাদের উপস্থিতি নিশ্চিত  থাকবে। 

এমএল/এআইএস