চীনা ভাষা দক্ষতায় নজিরবিহীন সাফল্য ঢাবি শিক্ষার্থীদের
চীনা ভাষা দক্ষতা প্রদর্শনে নজিরবিহীন সাফল্য দেখিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। ‘চীনা সেতু’ শীর্ষক ২৪তম বিশ্ববিদ্যালয় পর্যায়ের চীনা ভাষা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন ঢাবি শিক্ষার্থীরা।
সম্প্রতি রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রতিযোগিতায় চীনা ভাষায় প্রশ্নোত্তর, হাঞ্জি লেখা, বক্তৃতা এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হয়। তিনটি পর্যায়েই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করেন ঢাবি শিক্ষার্থীরা।
প্রথম স্থান বিজয়ী মো. বাপ্পি শেখ আন্তর্জাতিক পর্যায়ে ‘চীনা সেতু’ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। তিনি ২০২১-২২ সেশনের চীনা বাদ্যযন্ত্র ও সংগীত পরিবেশনার মাধ্যমে দর্শক ও বিচারকদের মুগ্ধ করেন। দ্বিতীয় স্থান অর্জন করেন একই বিভাগের শিক্ষার্থী সাদিয়া খান ও জান্নাতুন নাহার, এবং তৃতীয় স্থান লাভ করেন মো. আদনান সাকিব ও তাসনিয়া ইসলাম পাপড়ি।
বিজ্ঞাপন
সোমবার (৪ আগস্ট) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিজয়ীদের সংবর্ধনা দেন। অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘এই অর্জন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, গোটা বাংলাদেশের জন্য গর্বের।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এ প্রতিযোগিতায় প্রাথমিক পর্বে অংশগ্রহণ করেন বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষার্থী। সেখান থেকে বাছাই হয়ে মূল পর্বে উঠে আসেন শীর্ষ ১০ জন, যার মধ্যে ৫ জনই ছিলেন ঢাবির চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।
এসএআর/জেডএস