বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস শিক্ষা ক্যাডারে বাংলা বিভাগ ও ভাষাবিজ্ঞান বিভাগকে একীভূত করার সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ সমাবেশ হয়েছে।

আজ (মঙ্গলবার) দুপুরে একটি বিক্ষোভ মিছিল করেছেন জবির বাংলা বিভাগের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শান্ত চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা ‘পিএসসির অযৌক্তিক সিদ্ধান্ত মানি না, মানবো না’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ এমন বিভিন্ন স্লোগান দেন। সেইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায় তারা।

এ বিষয়ে বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী হারুন অর রশিদ নয়ন বলেন, ভাষাবিজ্ঞান ও বাংলা বিভাগ দুটি স্বতন্ত্র শাস্ত্র, এটা পর্যবেক্ষণ করলেই স্পষ্ট বোঝা যায়। পিএসসির সিদ্ধান্ত অনুযায়ী যদি ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীকে বাংলা বিভাগে নিয়োগ দেওয়া হয়, তবে তিনি বাংলা সাহিত্যের বহু বিষয়ে অজ্ঞ থাকবেন এবং শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা দিতে পারবেন না। এটি কার্যকর হলে শিক্ষার্থীরা তাদের প্রাপ্য উপযুক্ত শিক্ষক থেকে বঞ্চিত হবে। বাংলা সাহিত্যের পাঠদানে কেবল বাংলা বিভাগের শিক্ষার্থীরাই উক্ত পদের উপযুক্ত।

সমাবেশে বাংলা বিভাগের শিক্ষার্থী সজীব বলেন, বাংলা সাহিত্যের আলাদা সত্তা আছে। ভাষাবিজ্ঞান সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। ভাষাবিজ্ঞানকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হলে আলাদা করে করুন; কিন্তু বাংলা সাহিত্যের সাথে একীভূত করার চেষ্টা করা হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।

সমাবেশে আরেক শিক্ষার্থী এসএম মুন্না বলেন, ৫ আগস্টের পর আমরা আশা করেছিলাম সরকার শিক্ষাবান্ধব সিদ্ধান্ত নেবে। কিন্তু এই সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। ভাষাবিজ্ঞানের সঙ্গে আমাদের কোনো আপত্তি নেই, আপত্তি হচ্ছে বৈষম্যের।

বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সমাবেশে উপস্থিত ছিলেন এবং দ্রুত পিএসসির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।

এমএল/এনএফ