নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি সংসদের এক বছরের জন্য সভাপতি হয়েছেন অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী জাহিন বিনতে রেজা। সাধারণ সম্পাদক হয়েছেন আরবি বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী আবিদ হাসান রাফি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাখাওয়াত আল নুসায়েতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবিদ হাসান রাফি বলেন, নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন পূর্ব বাংলার শিক্ষা ও প্রগতির অন্যতম অগ্রপথিক এবং মুসলিমদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক প্রাণ পুরুষ। তার নামাঙ্কিত এই স্মৃতি সংসদ একটি ঐতিহ্যবাহী ও গৌরবময় প্ল্যাটফর্ম, যেখানে চিন্তা, মনন, নেতৃত্ব ও সংস্কৃতির বিকাশ ঘটে। 

তিনি বলেন, এই সংসদের সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রথম দায়িত্ব হবে এই মূল্যবোধ ও আদর্শ ধরে রাখা এবং একটি গঠনমূলক, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল সাংগঠনিক পরিবেশ তৈরি করা। অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতে আমরা নিয়মিত আলোচনা, সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রম, সেমিনার, প্রশিক্ষণ ও গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণ করবো, যা আমাদের মেধা ও নেতৃত্ব বিকাশে সহায়ক হবে।

এসএআর/এআইএস