ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক পোস্টার লাগানোর উদ্যোগ নিয়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।

শনিবার (১৬ আগস্ট) এ কর্মসূচি পরিচালনা করেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিউল আমিন গালিব।

এসময় আরও উপস্থিত ছিলেন- হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির রহমান, আহ্বায়ক সদস্য জাওয়াদ শিকদারসহ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাইফুল তালুকদার, ইমন হোসেন, মুজাহিদ অন্তু, তারিকুল ইসলাম সায়েমসহ অনেকে। 

পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেওয়া সামিউল আমিন গালিব বলেন, আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হলে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আড্ডা, প্রচারণা সব মিলিয়ে যেন নতুন এক প্রাণচঞ্চল পরিস্থিতি। এ অবস্থায় হলের পরিচ্ছন্নতা নিশ্চিত করাও আমাদের কর্তব্য। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এটি সম্ভব। আমরা যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবো এবং অন্যকেও নিরুৎসাহিত করবো।

এছাড়া হলের প্রতিটি দোকান, ক্যাফেটেরিয়া, গেস্টরুমে সচেতনতামূলক পোস্টার লাগানো হয়। দোকানমালিকদের দোকানের সামনে ময়লার ঝুড়ি রাখার অনুরোধ জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

গালিব আরও বলেন, দিনশেষে হল আমাদের সবার। তাই সবাই মিলে সুন্দর পরিবেশ নিশ্চিত করে আমরা একসাথেই এগিয়ে যাবো।

এসএআর/বিআরইউ