জাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের আগমন, দুই গ্রুপের মধ্যে উত্তেজনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ কয়েকজন নেতৃবৃন্দের ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে।
রোববার (১৭ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, রোববার কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াসহ কেন্দ্রীয় কয়েকজন নেতা ক্যাম্পাসে আসেন। বেলা সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদসহ সুপার ফাইবের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অবস্থান করছিলেন। বাকি নেতা-কর্মীরা ক্যাফেটেরিয়ায় অবস্থান নেন।
বিজ্ঞাপন
এরপর শাখা ছাত্রদলের অর্ধশতাধিক বিক্ষুব্ধ নেতা-কর্মী বাইক শোডাউন দিয়ে ক্যাফেটেরিয়ার নিচে আসেন। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বহিরাগত কয়েকজনকে ধাওয়া দেন। এরপর তারা ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অবস্থানরত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে দেখা করতে যেতে চান। তখন শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের অনুসারীরা গেট দিয়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের ঢুকতে না দিতে চাইলে উত্তেজনার সৃষ্টি হয় এবং বিচ্ছিন্নভাবে হাতাহাতি ও গালিগালাজের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত আট আগস্ট শাখা ছাত্রদলের বর্ধিত কমিটি ও একইদিনে ১৭টি হলে কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে ছাত্রলীগ, ছাত্রশিবির, ছিনতাইকারীসহ নানা অভিযোগে অভিযুক্তরা পদ পেয়েছেন এমন অভিযোগ তুলে গেলো কয়েকদিন শোডাউন দিচ্ছিলেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। অন্যদিকে কমিটি দেওয়ার পর থেকে শাখা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ শীর্ষ পাঁচ নেতাকে গত ৯ দিন যাবত ক্যাম্পাসে দেখা যায়নি। বিষয়টিকে কেন্দ্র করে ক্যাম্পাসে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তাদের সঙ্গে শাখা ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতাও ক্যাম্পাসে প্রবেশ করেন।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর বলেন, যারা বিশৃঙ্খলা করেছে তাদের মধ্যে আমাদের সংগঠনের বহিষ্কৃত কয়েকজন নেতা-কর্মী রয়েছেন৷ এর পাশাপাশি একটি স্বার্থন্বেষী গোষ্ঠী এটার সঙ্গে জড়িত।
মেহেরব হোসেন/এএমকে