ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর ঘোষিত জোট ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে বের হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্র গণমঞ্চ। সংগঠনটির প্রার্থী আরাফাত ইমরান প্রতিদ্বন্দ্বিতা করবেন গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে।

গত ১৯ আগস্ট ঘোষিত প্রতিরোধ পর্ষদের প্যানেলে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে আরাফাত ইমরানের নাম দেওয়া হলেও প্যানেলটির ভিপি প্রার্থী ইমিকে নিয়ে দর কষাকষি থাকায় ছাত্র গণমঞ্চ ওই জোট থেকে বের হয়ে আরাফাতকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিদ্ধান্ত নেয়। এরপর আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে ওই পদে প্রার্থী না দেওয়ার কথা জানায় বামপন্থিদের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’।

এ নিয়ে গত ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বামপন্থিদের প্যানেলে না থাকার ঘোষণা দেয় ছাত্র গণমঞ্চ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আরাফাত ইমরান বর্তমানে ছাত্র গণমঞ্চ ঢাকা অঞ্চলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব।

কেন বের হলো ছাত্র গণমঞ্চ? 

এ বিষয়ে আরাফাত ইমরান জানান, শেখ তাসনিম আফরোজ ইমিকে প্রতিরোধ পর্ষদের শীর্ষ পদে মনোনীত করার কারণে তাদের আপত্তি ছিল। তিনি বলেন, তাসনিম আফরোজ ইমির সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক অবস্থান নেই। অনেক সময় দেখা গেছে তিনি আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে কোমলভাবে সম্মতি দিয়েছেন। আবার এটাও সত্য যে তিনি আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম ভুক্তভোগী। তার লড়াইকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু রাজনৈতিকভাবে দোদুল্যমান অবস্থানকে প্যানেলের নেতৃত্বে আনা আমাদের কাছে ভুল সিদ্ধান্ত মনে হয়েছে। তাই আমরা প্রতিরোধ পর্ষদ থেকে সরে এসেছি। তবে তাদের প্রতি আমাদের শুভ কামনা থাকবে।

এসএআর/এমএন