আসন্ন ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থিতা ঘোষণা করেছেন নৃবিজ্ঞান বিভাগের (২০১৯-২০ সেশন) শিক্ষার্থী ও হলের আবাসিক শিক্ষার্থী সৈয়দ বায়েজিদ।

সৈয়দ বায়েজিদ বলেন, পুরো জীবনে আমি কখনো অন্যায়, অবিচার নিয়ে আপস করিনি। নৈতিকতার প্রশ্নে নিজেকে পিছিয়ে রাখিনি। অন্যায়, অবিচার, শোষণ, নির্যাতন ও ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদের সঙ্গে আমিও ছিলাম। ভবিষ্যতেও আপনাদের পাশে আমাকে পাবেন।

তিনি জানান, তিনি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নন এবং কারো নির্দেশে প্রার্থী হননি। শিক্ষার্থীদের স্বার্থ ও প্রত্যাশাই হবে তার কাজের দিকনির্দেশনা।

এজিএস প্রার্থী নির্বাচিত হলে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে তিনি যেসব পদক্ষেপ নিতে চান তার মধ্যে রয়েছে -

১. সলিমুল্লাহ মুসলিম হলে কোনো গোষ্ঠী বা দল যেন দখলদার হয়ে উঠতে না পারে সে বিষয়ে সজাগ থাকা এবং সিট বণ্টন প্রশাসনের হাতে রাখা।

২. খাবারের মান নিশ্চিত করা এবং হলে একটি প্রয়োজনীয় দোকান স্থাপন।

৩. সার্বিক নিরাপত্তা ও পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরি।

৪. সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি এবং নিয়মিত অনুষ্ঠান আয়োজন।

৫. ইনডোর ও আউটডোর স্পোর্টস কার্যক্রমে জোর দেওয়া।

৬. হল প্রশাসনের মাধ্যমে বৃত্তি ও উপবৃত্তির ব্যবস্থা।

৭. নিয়মিত গবেষণা সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন।

৮. দ্রুতগতির ওয়াইফাই রুমে রুমে স্থাপন (হল প্রশাসনের খরচে)।

এসএআর/এমএন