বিশেষ সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত, তবে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থীর সংসদের (জকসু) সংবিধি বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেটে প্রস্তাব গৃহীত হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০২ তম সিন্ডিকেটে এ প্রস্তাব গৃহীত হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
উপাচার্য বলেন, জকসু নীতিমালা গৃহীত হয়েছে তবে কিছু সুনির্দিষ্ট বিষয়ের উপর প্রস্তাবনা এসেছে সেগুলো সিন্ডিকেট সদস্যরা আগামীকালের মধ্যে জমা দেবেন। এ সব প্রস্তাবনাগুলো পাওয়া মাত্র নীতিমালাটি চূড়ান্ত করে আগামী রোববারের মধ্যে ইউজিসিতে পাঠানো হবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য বলেন, আজকের নীতিমালাটির বিষয়বস্তু যেন বাইরে না আসে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে জকসুর ভোটার হওয়ার ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এমফিল পিএইচডিতে অধ্যয়নরত কোনো ব্যক্তি নির্বাচনে ভোটার ও প্রার্থীতা হতে পারবে না বলেও সিদ্ধান্ত হয়। একইসঙ্গে যারা স্থায়ী চাকরি করছেন এমন কোনো শিক্ষার্থীও ভোটার কিংবা প্রার্থী হতে পারবেন না। তবে অস্থায়ীভাবে যে সব শিক্ষার্থীরা চাকরি করছেন তারা ভোটার ও প্রার্থী হতে পারবেন।
এমএল /এআইএস