ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট প্রদান প্রক্রিয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে এবং প্রতিটি ভোট দিতে ৮ থেকে ১০ মিনিট সময় লাগবে। এ অবস্থায় অল্প সময়ে বিপুলসংখ্যক ভোটার কীভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

বুধবার (২৭ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম খান এসব কথা বলেন।

তিনি বলেন, ডাকসু এবং হল সংসদ মিলিয়ে একজন ভোটারকে ৪১টি ভোট দিতে হবে। প্রতিটি ভোট দিতে ৮-১০ মিনিট সময় লাগবে। অর্থাৎ, ঘণ্টায় সর্বোচ্চ ৮টি ভোট দেওয়া সম্ভব। যদি ২০টি কেন্দ্র হিসাব করা হয়, তাহলে প্রতি ঘণ্টায় মোট ১৬০টি ভোট পড়বে। ৮ ঘণ্টায় পড়বে সর্বোচ্চ ১,২৮০ ভোট। অথচ কোনো ভোটকেন্দ্রে সাড়ে চার হাজারের নিচে ভোটার নেই।

তিনি আরও বলেন, আমাদের আশঙ্কার জায়গাটা হচ্ছে, ভোট দিতে ৮ থেকে ১০ মিনিট সময় লাগবে, এ কারণে সবার মধ্যে আতঙ্ক কাজ করছে। এত অল্প সময়ে এত বিপুলসংখ্যক ভোটার কীভাবে ভোট দেবেন, আবার ৪১টি নাম মনে রাখা, এসব নিয়ে আমরা চিফ রিটার্নিং অফিসারকে জানিয়েছি। তারা বলেছেন পর্যাপ্ত কেন্দ্র রাখবেন।

এ সময় তিনি আরও অভিযোগ করে বলেন, গতকাল টিএসসিতে একজন প্রার্থী আলোকসজ্জা করেছেন, কনসার্ট করেছেন। এরপর তিনি ইশতেহার ঘোষণা করেছেন, যা সম্পূর্ণরূপে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।

এসএআর/এমজে