ছাত্রশিবিরের দাবি
‘মিথ্যাচার ও প্রোপাগান্ডা চালাচ্ছেন রাবি ছাত্রদল সভাপতি’
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়ন তুলতে এসে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে রাবি ছাত্রশিবির। এ সময় বক্তব্য চলাকালে রাবি ছাত্রশিবিরের সভাপতির বুকে বোতল নিক্ষেপ করেন অজ্ঞাত ব্যক্তি। রোববার (৩০ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একাত্মতা প্রকাশ করে বক্তব্য দিচ্ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। এ সময় পাশেই ছিলেন রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। বক্তব্য চলাকালে শিবির সভাপতির বুকে বোতল নিক্ষেপ করা হয়।
বিজ্ঞাপন
এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান বলেন, রাবিতে ছাত্রদল ও ছাত্রশিবির মধ্যে নাকি সংঘর্ষ চলছে- এমন মিথ্যাচার ও প্রোপাগান্ডা চালাচ্ছেন রাবি ছাত্রদল সভাপতি। ছাত্রশিবির মনোনয়ন ফরম উত্তোলন করতে যাবে এইটা জেনেই বহিরাগতদের এনে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর ও রাকসু ভবনে তালা দিয়েছে। রাকসু শিক্ষার্থীদের অধিকার। এটি নিশ্চিতে ছাত্রশিবির গঠনমূলক আন্দোলন চালু রাখবে।
রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমি মনোনয়ন তুলতে এসেছি। যারা আমাকে বোতল নিক্ষেপ করেছেন তাদেরকে বলতে চাই- আমরা কিন্তু আমাদের শক্তি প্রদর্শন করিনি। আমরা কারো সাথে দ্বন্দ্বে জড়াতে চাই না। আমরা মনোনয়ন ফরম তুলতে এসেছি, তুলে চলে যাব। ছাত্রদলের ভাইদেরকে আমরা বন্ধু সংগঠন মনে করি। তারা যদি কোনো যৌক্তিক দাবি আদায়ের জন্য এখানে এসে থাকে, তাহলে তারা তা আদায় করুক। আমরা কোনো বাধা দিচ্ছি না। জুলাই পরবর্তীতে এসে কেউ যদি শক্তি প্রদর্শন করতে চায় তাহলে তারা যেন ছাত্রলীগ থেকে শিক্ষা নেয়।
বিজ্ঞাপন
এর আগে সকাল ৯টা থেকে ক্যাম্পাসে অবস্থান করে রাবি ছাত্রদল। পরে সকাল সাড়ে ১০টার দিকে রাকসুর কার্যক্রম বন্ধ করে দিয়ে কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে তালা ভেঙে রাকসুর কার্যালয়ে প্রবেশ করেন শিক্ষার্থীরা।
জুবায়ের জিসান/আরএআর