শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদ ও ছয় দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। এর ফলে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তবে অবরোধ তুলে নেওয়াকে সাময়িক বলছেন শিক্ষার্থীরা। তারা রাত ৯টায় আবারও রেলপথ অবরোধের ঘোষণা দেন। একইসঙ্গে ছয় দফা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থী শিবলী সাদী বলেন, বাকৃবি ক্যাম্পাসে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের ওপর যে নেক্কারজনক হামলা হয়েছে, তার প্রতিবাদে আমরা রেললাইন অবরোধ করেছিলাম। সন্ধ্যার দিকে সেই অবরোধ তুলে নেওয়া হয়। তবে রাতে পুনরায় রেলপথ অবরোধ করা হবে বলেও জানান তিনি।

এর আগে, বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়-সংলগ্ন রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় রেললাইনে বসে ছয় দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মুসাদ্দিকুল ইসলাম তানভীর/এএমকে