‎রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক জনতার উপর হামলা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার কার্যকর ভূমিকা না রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চ।

‎বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।



‎সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক। নিরাপত্তার নামে গঠিত যৌথ বাহিনী জনগণকে রক্ষা করতে পারছে না বরং ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের উপর দমন-পীড়ন চালাচ্ছে। বক্তাদের দাবি সরকার যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার বলেন,‎ বাংলাদেশের মানুষ ভালো নেই, আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। চাঁদাবাজি, মারামারি ও রাহাজানিতে দেশ ছেয়ে গেছে। অথচ যাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তারা সাধারণ মানুষের পরিবর্তে নির্যাতন চালাচ্ছে। খুন-খারাপি ঘটলেও তারা নীরব দর্শক হয়ে থাকে। ইন্টারিম সরকার যদি চাঁদাবাজি, সন্ত্রাস ও হত্যাকাণ্ড দমন করতে ব্যর্থ হয়, তবে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।

‎সংগঠনটির সভাপতি নূর মোহাম্মদ বলেন, গত ১৫ বছরের ফ্যাসিবাদের অবসানের পর সংস্কারের প্রত্যাশায় ইন্টারিম সরকারকে ক্ষমতায় আনা হয়েছিল। কিন্তু তারা সংস্কারের পরিবর্তে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। শিক্ষার্থীদের উপর হামলা ও নীলফামারীতে শ্রমিক হত্যার ঘটনা তারই প্রমাণ। যারা জনগণকে রক্ষা করতে পারে না, তাদের পদত্যাগ করা উচিত।

এমএল/বিআরইউ