বাউবিকে নিজের প্রতিষ্ঠান ভেবে কাজ করুন : উপ-উপাচার্য
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, বাউবিকে নিজেদের প্রতিষ্ঠান ভেবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সেজন্য কর্মকর্তা-কর্মচারীদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এতে করে দক্ষতা উন্নয়ন ও নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীরা যেমন নিজেদের কাজে দক্ষ হবেন, তেমনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি দেশের জনগণও উপকৃত হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) গাজীপুর ক্যাম্পাসে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স (আইকিউএসি) সেলের উদ্যোগে আয়োজিত ‘অফিস প্রশাসন, পার্সোনেল এবং ফাইল ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
উপ-উপাচার্য বলেন, বাউবির আইকিউএসি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে ভিন্নধর্মী। কারণ এটি একটি সেবামুখী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী—সবাই সমানভাবে গুরুত্বপূর্ণ। তাদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও প্রেরণা দেওয়া জরুরি, যা আইকিউএসি সাফল্যের সঙ্গে করছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পার্সোনেল ও ফাইল ম্যানেজমেন্ট প্রশাসনিক কাজের অপরিহার্য অংশ। এজন্য নিয়মিত রিফ্রেশারস কোর্স ও প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। এগুলো কর্মকর্তাদের অতীত ভুল থেকে বের করে এনে নতুন ও উন্নত কাজের পথ দেখায়। এ প্রশিক্ষণ থেকে কর্মকর্তারা উপকৃত হবেন, যা বিশ্ববিদ্যালয় ও দেশের জনগণকেও উপকৃত করবে। কারণ, দেশের জন্য কাজ মানে প্রতিদিনের দায়িত্ব হিসেবে মানুষকে উন্নত সেবা দেওয়া।
এসময় তিনি সব কর্মকর্তা-কর্মচারীকে বাউবিকে নিজের প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করে একে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ জহির রায়হানের সঞ্চালনায় প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. আলাউদ্দিন।
আরএইচটি/বিআরইউ