আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক ও সাহিত্য প্রতিযোগিতা ‘লাইট উইদিন দ্য মাস্কারেড’-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছে নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ (এনডিইউবি) ইংলিশ ক্লাব (এনডিইউবি ইসি)।

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এ আয়োজন।

আগস্টের ২৬ তারিখ থেকে শুরু হওয়া বাছাইপর্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন প্রবন্ধ রচনা, তাৎক্ষণিক বক্তৃতা, কবিতা লেখা, কসপ্লে ও নাটিকা পরিবেশনার মতো বিভাগে। চূড়ান্ত পর্বে ছিল মনোমুগ্ধকর নাট্য পরিবেশনা, বর্ণাঢ্য কসপ্লে প্রদর্শনী ও বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দের বক্তব্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন নটর ডেম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. ফাদার চার্লস বি. গর্ডন। তিনি শিক্ষার্থীদের সাংস্কৃতিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গোলাম সরোয়ার চৌধুরী বলেন, আমরা সবাই মুখোশ পরে বাঁচি— কখনো সমাজ চাপিয়ে দেয়, কখনো ভয়, উচ্চাকাঙ্ক্ষা বা টিকে থাকার প্রয়োজনে আমরা নিজেরাই তৈরি করি। মুখোশ মিথ্যা নয়, এটি অনেক সময় ঢাল। সাহিত্য ও জীবনে ‘লাইট উইদিন দ্য মাস্কারেড’ আসলে আমাদের অন্তরের আলো—দৃশ্যমান হওয়ার সাহস।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় অভিনেতা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত, একাধিকবারের মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার বিজয়ী ও বর্তমান শিল্পী ঐক্যজোটের সভাপতি শহীদুজ্জামান সেলিম। তিনি শিক্ষার্থীদের এই উদ্যোগকে তারুণ্যের সাংস্কৃতিক ও সাহিত্যিক উচ্ছ্বাসের প্রতিফলন হিসেবে অভিহিত করেন।

এমজে