নিজেদের প্যানেলের প্রার্থীকে বসিয়ে দিতে ব্ল্যাকমেইলের অভিযোগ তুলেছেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক ও ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী জামাল উদ্দিন খালিদ। কিন্তু অভিযোগটা কার বিরুদ্ধে সেটা তিনি স্পষ্ট করেননি।

শুক্রবার (৫ আগস্ট) তিনি তার ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন।

তিনি লিখেছেন, ‘প্রার্থীকে বসিয়ে দেওয়ার জন্য পার্সোনাল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে যে ঘৃণ্য রাজনীতি আপনারা শুরু করেছেন, এটার শিকার একদিন আপনাদেরও হতে হবে মনে রাইখেন। আমাকে দমাতে না পেরে প্যানেল ভাঙ্গার যে অপচেষ্টা আবারও করছেন, এটা ব্যাকফায়ার করে কোথায় যায়, একটু অপেক্ষা করে দেখেন।’

এদিকে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে জিএস পদপ্রার্থী মাহিন সরকার আজ দুপুরে বাকের মজুমদারকে সমর্থন দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন।

এসএআর/এআইএস