ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি অমান্য করে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে নির্দেশনা দিয়েছিল, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রার্থী বা সংগঠন ক্যাম্পাসে সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছিল এ ধরনের কার্যক্রম আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

নির্দেশনার পরও আজ দুপুরে ঢাবি শাখা ছাত্রদল একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, সোমবার সকাল ১১টা থেকে দিনব্যাপী পুরো ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের সব হল শাখা ছাত্রদল নিজ নিজ প্রাঙ্গণে এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ক্যাম্পাসের অন্যান্য স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবেন।

ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই কর্মসূচিকে সফল করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে ২১ আগস্ট প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নির্বাচনী সময়কালে কোনো প্রার্থী বা পক্ষ কোনো ধরনের সেবামূলক কাজ, উপঢৌকন বিতরণ, আপ্যায়ন কিংবা আর্থিক সহযোগিতার মতো কার্যক্রম চালাতে পারবে না। এগুলোকে সরাসরি আচরণবিধি ভঙ্গ হিসেবে গণ্য করা হবে।

এ বিষয়ে ডাকসুর এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ বলেন, এটা তো কোনো সেবামূলক কাজ নয়। প্রচারণার কারণে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়েছে, আমরা সেটি পরিষ্কার করব।

অন্যদিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, এখনো আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে আমরা সংশ্লিষ্ট গ্রুপকে জানিয়ে দেব যে এই ধরনের কার্যক্রমও আচরণবিধির আওতাভুক্ত।

এসএআর/এআইএস