ডাকসু নির্বাচনের পুরো ব্যাপারটা সাংবাদিকদের চোখের সামনে রাখতে চাই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ডাকসু নির্বাচন সংক্রান্ত এক আলোচনা শেষে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, সব জায়গাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু সম্ভব সমন্বিতভাবে করার চেষ্টা করছি, কিন্তু সবচেয়ে আগে থাকবে আমাদের শিক্ষক, আমাদের প্রক্টোরিয়াল টিমের সদস্য, আমাদের সেচ্ছাসেবী, আমাদের বিএনসিসি, আমাদের রোভার স্কাউটের পরবর্তীতে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি বলেন, সাংবাদিকরা আমাদের পরীক্ষিত বন্ধু। আমরা পুরো ব্যাপারটা স্বচ্ছ রাখতে চাই। আমি মনে করি স্বচ্ছতাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।

এমএম/এআইএস