ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিক তরিকুল শিবলীর মৃত্যুতে শোক জানিয়েছেন ভিপি প্রার্থী মো. আবু সাদিক কায়েম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শোক জানান তিনি।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেন, দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকতা এক পবিত্র পেশা। গণমাধ্যম মারফত জানলাম, আজ ডাকসু নির্বাচনে দায়িত্বরত এক সাংবাদিক ভাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।

এবারের ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে ভিপি প্রার্থী হিসেবে লড়ছেন আবু সাদিক কায়েম। সাংবাদিক তরিকুল স্যাটেলাইট টিভি ‘চ্যানেল এস’র রিপোর্টার (প্রতিবেদক) হিসেবে কর্মরত ছিলেন।

সহকর্মী সোহেল রানা জানান, দুপুর দেড়টার দিকে ঢাবির কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল শিবলী। হঠাৎ অচেতন অবস্থায় পড়ে যান তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমআরআর/বিআরইউ