ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট কারচুপিসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

তিনি বলেন, অমর একুশে হলে গিয়ে কারচুপির প্রমাণ পেয়েছি। রোকেয়া হলেও কথা বলেছি, তারা বলেছে কারচুপি হয়েছে। এটা কোনোভাবেই আশা করিনি। সকাল থেকে আমাদের পোলিং এজেন্টদেরও কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। প্যানেলের নম্বর শিটটা দিতে গিয়েও বাধার মধ্যে পড়েছি। ভোট কেন্দ্রের বাইরেও বাধার সম্মুখীন হয়েছি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলেন এসব অভিযোগ তোলেন আবিদ।

তিনি আরও বলেন, সকালে আমার বিরুদ্ধে একটি বড় মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল, যার কারণে মূলধারার গণমাধ্যমও বিভ্রান্ত হয়েছিল। যদিও পরে তারা ভুল সংশোধন করে নেয়। এছাড়া রোকেয়া হলের নির্বাচনী কর্মকর্তা আমাদের এক প্রার্থীকে তার ছাত্রত্ব বাতিলের হুমকি দিয়েছেন, কারণ তিনি ব্যালট নম্বর বিতরণ করছিলেন। গণমাধ্যমেও নির্বাচন কারচুপির খবর এসেছে। এসব বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি।

এমএন