জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন-২০২৫ সামনে রেখে সব প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার উপস্থিত ছিলেন। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। ভোটগ্রহণের জন্য মোট ২২৪টি বুথের কাজ শেষের পথে। প্রতিটি হলে দায়িত্ব পালন করবেন একজন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার এবং ৬৭ জন কর্মকর্তা সহায়ক পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন। হলের শৃঙ্খলা রক্ষায় আনসার ও গার্ডরা দায়িত্ব পালন করবেন। 

কমিশনের তত্ত্বাবধানে সিনেট হলে বসানো বড় স্ক্রিনে সব কটি হলের ভোট পর্যবেক্ষণ করা হবে। ওএমআর ব্যালটে টিক চিহ্নের মাধ্যমে ভোট প্রদান করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ কার্যালয়ের ফেসবুক পেইজে একটি ভিডিও নির্দেশনা প্রকাশ করা হবে।

ভোটের নিরাপত্তা নিশ্চিতে পোশাক ও সাদা পোশাকে ১ হাজার ২০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ক্যাম্পাসের ১২টি গেটে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি নির্দিষ্ট কিছু পয়েন্টে তারা অবস্থান করবেন। নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী তারা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দুইজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।  সেনাবাহিনীর কাছে ইতোমধ্যে চিঠি পাঠিয়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ করা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করবেন এবং প্রয়োজনে নির্বাচন কমিশনের পরামর্শে কাজ করবেন। তবে এ বিষয়ে সেনাবাহিনী থেকে আমাদের এখনো সিদ্ধান্ত জানানো হয়নি। 

এদিকে জাকসু নির্বাচনে বিভিন্ন পদে ১৭৮ জন প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছেন, যার মধ্যে ৯ জন সহ-সভাপতি (ভিপি) ও ৯ জন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আজ ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রচারণা চলবে। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

মেহেরব হোসেন/আরএআর