ডাকসুতে প্রশাসনের ছত্রছায়ায় ‘ভোট চুরির’ অভিযোগে বিক্ষোভ ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলাকালে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছত্রছায়ায় পরিকল্পিতভাবে ভোট চুরি হয়েছে অভিযোগ তুলে তারা এই বিক্ষোভ মিছিল করে।
মঙ্গলবার রাত ৯টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা বাংলামটর থেকে শাহবাগমুখী বিক্ষোভ মিছিল করতে দেখা যায়।
বিজ্ঞাপন
মিছিলে তারা স্লোগান দেন ‘ভোট চোর ভোট চোর, প্রশাসন ভোট চোর’, ‘অবৈধ নির্বাচন, মানি না, মানব না’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘রাজপথ ছাড়ি নাই, আবিদ ভাইয়ের ভয় নাই’।
এর আগে ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রবিউল ইসলামকে বলেন, আপনারা শেখ হাসিনাকে হার মানিয়েছেন। রোকেয়া হলের ঘটনায় আমরা চরম আশঙ্কায় আছি। আপনি সাদিক কায়েমকে (শিবিরের সিভাপতি) ঢুকাবেন, আমাদের আর ঢুকাবেন না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, রোকেয়া হলের ঘটনায় আমরা আশঙ্কা করছি আগে থেকে ব্যালট বাক্স ভরে রেখেছেন কিনা। আপনারা কেউ গঠনতন্ত্র সম্পর্কে নিশ্চিত বা অবগত নন।
ঢাবি প্রশাসনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগের পাশাপাশি জামায়াত-শিবির নিয়ে নানা ধরনের স্লোগান দিতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের।
এএইচআর/বিআরইউ