ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেছেন, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও কণ্ঠস্বরই হবে আমাদের আন্দোলন ও নেতৃত্বের মূল শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘স্বপ্নের ক্যাম্পাসে’ রূপ না দেওয়া পর্যন্ত লড়াই চলবে।

সহপ্রার্থী ও প্রতিদ্বন্দ্বীদেরও সহযোদ্ধা হিসেবে অভিহিত করে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে জয়লাভের পর বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাদিক কায়েম এসব কথা বলেন।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সারা দেশের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন, পরামর্শ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের যেসব প্রত্যাশা ব্যক্ত করেছেন সেগুলোই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের ভয়েসই হবে আমাদের ভয়েস। আমরা দৃঢ়প্রতিজ্ঞ, যতদিন পর্যন্ত এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তর করতে না পারব, ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও ‘সহযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে সাদিক কায়েম বলেন, জুলাই আন্দোলনে আমরা সবাই একসঙ্গে ছিলাম। তাই এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা প্রত্যেকেই আমাদের সহযোদ্ধা। তাদের দেওয়া ইশতেহারও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা চাই, তারা আমাদের উপদেষ্টা হিসেবে থাকুন, দিকনির্দেশনা দিন, আমাদের ভুল হলে ধরিয়ে দিন। সবাইকে নিয়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলব।

নবনির্বাচিত ভিপি ডাকসু নির্বাচনের তাৎপর্যকে ‘জুলাই বিপ্লবের’ সঙ্গে মিলিয়ে দেখান। তিনি বলেন, জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছিল। আজ সেই আন্দোলনের সাফল্যের ধারাবাহিকতায় আমরা একটি স্বাধীন পরিবেশ পেয়েছি। এখান থেকেই আমরা আগামীর বাংলাদেশ নির্মাণের বার্তা দিতে চাই। আগামী দিনের একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে এই ক্যাম্পাসই হবে মূল কেন্দ্র।

সাংবাদিকদের অবদান স্মরণ করে সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনের পুরো প্রক্রিয়ায় সাংবাদিক বন্ধুরা রাতদিন এক করে কাজ করেছেন, আমাদের পাশে থেকেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তবে অত্যন্ত দুঃখের বিষয়, নির্বাচনের মাঝেই একজন সাংবাদিক ইন্তেকাল করেছেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন সেই সাংবাদিক বন্ধুকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করেন।

সবশেষে শিক্ষার্থীদের উদ্দেশে নবনির্বাচিত ভিপি বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমন একটি বাংলাদেশ উপহার দিতে, যেটা হবে সবার স্বপ্নের বাংলাদেশ।

এসএআর/এসএসএইচ