চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রথম দিনে মোট ২৮ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনয়ন নিয়েছেন ৭ জন।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

তিনি বলেন, আমাদের ধারণার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে। এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদের জন্য ২৬টি ফরম তোলা হয়েছে। হল সংসদের জন্য ছেলে ও মেয়েদের হল থেকে একজন করে মনোনয়ন নিয়েছেন। আমরা আশা করছি আগামী দুই দিনে আরও বেশি ফরম তোলা হবে।

প্রথম দিনে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চাকসু ভবনের দ্বিতীয় তলায় মনোনয়ন ফরম বিতরণ করা হয়। একই সময়সূচিতে আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বরও ফরম সংগ্রহ করা যাবে।

প্রথম দিনে কেন্দ্রীয় সংসদের ভিপি পদে ৭ জন, জিএস ২ জন, এজিএস ২ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ১ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ১ জন, খেলাধুলা সম্পাদক ১ জন, নারী শিক্ষার্থী কল্যাণ সম্পাদক ১ জন, সমাজসেবা সম্পাদক ১ জন, সাহিত্য সম্পাদক ১ জন, দপ্তর সম্পাদক ১ জন, মুক্তিযুদ্ধ সম্পাদক ১ জন এবং নির্বাহী সদস্য পদে ২ জন ফরম সংগ্রহ করেছেন।

অন্যদিকে, হল সংসদের জন্য ফরম সংগ্রহ করেছেন মাত্র ২ জন প্রার্থী। একজন এ এফ রহমান হল থেকে অন্য জন বিজয়-২৪ ছাত্রী হল থেকে।

খেলাধুলা সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করা ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তায়েফুল আলম ফরাজি বলেন, আমি অনেক দিন ধরে খেলোয়াড়দের জন্য কাজ করছি। ৩৫ বছর পর চাকসু নির্বাচন হচ্ছে, এটি খেলোয়াড়দের জন্য কিছু করার বড় সুযোগ। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। প্রথম মনোনয়ন ফরম নিতে পেরে ভালো লাগছে।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ভোটার সংখ্যা ছিল ২৫ হাজার ৮৬৬ জন। পরে ১৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৭ হাজার ৬৩৪ জন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রাথমিক প্রার্থী তালিকা, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।

আতিকুর রহমান/এআরবি