চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থী আকাশ দাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আকাশ দাশ। সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী সনাতন ধর্মাবলম্বী এবং ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আকাশ দাশ বলেন, আমি দৃষ্টিপ্রতিবন্ধী হলেও সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। ধর্ম আমার কাছে বিভাজনের বিষয় নয়, বরং আমি দেখি আদর্শের ভিত্তিতে কে এগিয়ে আছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে সবসময় ছাত্রশিবিরকে পেয়েছি। একাডেমিক সমস্যা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তারা সহযোগিতা করেছে। তাই শিবির সমর্থিত প্যানেলে দাঁড়ানো আমার কাছে প্রয়োজনীয় মনে হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, আমাদের প্যানেল চূড়ান্ত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করা হবে। পূর্ণেন্দু কুমার রায়ের ঐতিহ্য ধরে আকাশ দাশও চাকসু নির্বাচনে বিজয়ী হয়ে আসবে।
প্রসঙ্গত, ১৯৮১ সালে চাকসুর পঞ্চম কেবিনেটে পূর্ণ প্যানেলে জয় পেয়েছিল ছাত্রশিবির। ওই প্যানেলে সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী পূর্ণেন্দু কুমার রায়। পরবর্তীতে তিনি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান।
বিজ্ঞাপন
আতিকুর রহমান/এমএএস