অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় জবি শিক্ষার্থীদের
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জবি শাখার উদ্যোগে শারদ জাগরণ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন বলেন, আগামীতে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে সবার অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে।
বিশেষ অতিথি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, অতীতে অসাম্প্রদায়িকতার নাম ব্যবহার করে সনাতনী ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চালানো হয়েছে। নতুন বাংলাদেশকে সত্যিকারের অসাম্প্রদায়িক রূপ দিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন বলেন, আমাদের একটাই পরিচয়— আমরা মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এ মনোভাব তৈরি করা অতীত জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্ঘ্য দাস শ্রেষ্ঠ। আরও বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস।
এমএল/এআইএস