ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের জন্য প্রস্তাবিত চীন-বাংলাদেশ মৈত্রী হল চলতি বছরের মধ্যেই নির্মাণকাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডাকসুর সহসভাপতি আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক মহিউদ্দীন খানসহ অন্যান্য সম্পাদকরা। ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাকসুর নবনিযুক্ত কোষাধ্যক্ষ ও ঢাবির ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রস্তাবিত চীন-বাংলাদেশ মৈত্রী হলে প্রায় ১৫০০ ছাত্রী আবাসনের সুযোগ থাকবে বলে মতবিনিময় সভায় জানানো হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরও দুটি আবাসিক হল (৫০০০ জন ধারণক্ষমতার) নির্মাণের প্রস্তাব দেন ডাকসু নেতারা। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ প্রস্তাবের ইতিবাচক সাড়া দিয়ে জানান, দ্বিতীয় ধাপে এ প্রকল্প বাস্তবায়নে যৌথভাবে কাজ করা হবে।

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য, ক্রীড়া, গবেষণা, স্কলারশিপ ও সংস্কৃতি বিনিময়ের মতো নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত।

সভাশেষে ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্রদূতকে স্মারক উপহার দেন এবং রাষ্ট্রদূতও তাদের শুভেচ্ছা স্মারক দিয়েছেন।

এসএআর/বিআরইউ