ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস-২০২৫ উপলক্ষে কবিতা আবৃত্তি ও মূকাভিনয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দর্শকদের উপচেপড়া ভিড়ে অনুষ্ঠানটি অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির এক অনন্য প্রতিচ্ছবিতে পরিণত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য দেন শেখ মুজিবুর রহমান হলের সাহিত্য সম্পাদক আবিদ হাসান রাফি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস এম মইনুল করিম। তারা আন্তর্জাতিক ইশারা ভাষার গুরুত্ব এবং বাংলাদেশের প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

কবিতা আবৃত্তি পরিবেশন করেন রিনা পারভিন, আফসানা হেনা, জাগ্রত জুলাইয়ের প্রতিষ্ঠাতা বোরহান মাহমুদ এবং বিশ্ব জ্ঞানালয়ের উপাচার্য মৃন্ময় মিজান। এরপর শুরু হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ মূকাভিনয় প্রদর্শনী। পরিবেশনায় ছিলেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাহিদ রিয়াদ এবং সাবেক সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম।

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, কথা না বলেও মূকাভিনয়ের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা যায়। সংস্কৃতিতে বাকপ্রতিবন্ধীদের অংশীদারত্ব নিশ্চিত করার প্রত্যয় থেকেই আজকের এই আয়োজন।

প্রধান অতিথি সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মাল্টিকালচারের প্রাঙ্গণ। আমরা দেশীয় ও অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই। নতুন বাংলাদেশে কালচারাল ফ্যাসিজমকে রুখে দিয়ে বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

এসএআর/এমজে