তেজগাঁও কলেজে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব
তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব টিএমএস শর্ট ফিল্ম স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়ামে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়ামিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং তেজগাঁও কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য ড. মোহাম্মদ জহিরুল হুদা (জালাল)।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্রগুলোতে সৃজনশীলতা, সমাজবোধ এবং শিল্পচেতনার প্রশংসা করেন।
বিজ্ঞাপন
প্রদর্শিত চলচ্চিত্রগুলো হলো—হারমোনিকা (শেখ সায়েম হোসেন), হোয়াই? (শাহাদাৎ হোসেন তন্ময়), বোঝা (মো. ইবনে সাকিব), স্মাইল (সানজিদা আক্তার), অপেক্ষা (সাজিদ হোসেন), ডিসিশন (মো. জাহিদুল ইসলাম), সাইকোসিন্ড্রোম (এম সাইফুর রহমান), লেট মি ইন (ইয়াসির আদনান অদ্রি ও ফজলে রাব্বি মুন্না), মার্ডার (মো. নয়ন ইসলাম লিংকন) এবং ইন্টারোগেশন (মাশরাফি সজিব)।
ওএফএ/এমজে