ঢাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ঢাবির আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়ের মুহাম্মদ এহসানুল হক বলেন, মহানবী (সা.) মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আহ্বান করেছেন। তাঁর জীবন আমাদের জন্য উত্তম আদর্শ, আর তাঁর দেখানো পথেই রয়েছে কল্যাণ।
বিজ্ঞাপন
ডাকসুর নবনির্বাচিত ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেন, বিশ্বনবী (সা.) তাঁর জীবদ্দশায় জ্ঞানার্জনের প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি ন্যায়, ইনসাফ ও আদল প্রতিষ্ঠার বিষয়টি বাস্তব জীবনে বিশেষভাবে তুলে ধরেছেন।
শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, বর্তমান যুগে রাসূল (সা.)-এর সিরাত জানা অত্যন্ত জরুরি। তাঁর জীবনাচার, কর্মনীতি, শিক্ষানীতি ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করলেই মানবতার প্রকৃত কল্যাণ সম্ভব।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক ইসলামী বক্তা ও কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী কুরআন, সহিহ হাদিস এবং প্রাথমিক মুসলিম ঐতিহাসিক তথ্যের আলোকে সিরাতুন্নবীর (সা.) বিস্তারিত বর্ণনা তুলে ধরেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ডাকসুর জিএস ও ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনই আমাদের পথপ্রদর্শন। শিক্ষার্থীদের বিশ্বনবীর সিরাত সম্পর্কে জানাতে এবং তাঁর অনুসৃত পথে সমাজ পরিবর্তনে উদ্বুদ্ধ করতেই আমাদের এই আয়োজন।
এসএআর/বিআরইউ