ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেছেন, ঢাকসু, জাকসু, চাকসু ও রাকসু নির্বাচনে ছাত্রদল যেভাবে গুজব ছড়িয়েছে, তা শিক্ষার্থীদের কাছে এখন পরিষ্কার। এত গুজব ছড়াতে ছড়াতে ছাত্রদল আজ শিক্ষার্থীদের কাছে একটি হাস্যরসাত্মক দলে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আপনারা দেখেছেন, আজকের রাকসু নির্বাচনে ছাত্রশিবিরকে ঘিরে কতটা গুজব ছড়িয়েছে ছাত্রদলের নেতারা। একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, ছাত্রশিবির অস্ত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তারা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে। এমনকি তাদের কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ ভাইও এই গুজব ভিডিও পোস্ট করেছেন।

তিনি আরও বলেন, ডাকসু এবং জাকসু নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে এসে তারা নির্বাচন বয়কট করেছেন, যা এখন তাদের একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু শিক্ষার্থীরা তাদের এই নেতিবাচক রাজনীতি এখন ভালোভাবে বুঝে গেছে। ঢাকসু ও জাকসুর নির্বাচনের সময়ও ছাত্রশিবিরকে ঘিরে তারা গুজব ছড়িয়েছিল। বারবার গুজব ছড়াতে ছড়াতে তারা আজ বাংলাদেশে একটি হাস্যকর দলে পরিণত হয়েছে।

রাকসু নির্বাচন বয়কট করবে কিনা- এমন প্রশ্নের জবাবে আজাদ বলেন, আমরা এখনও আশাবাদী, ছাত্রদল নির্বাচন বয়কট করবে না। যদি করে, তাহলে শিক্ষার্থীদের আস্থা আবারও হারাবে। আমরা চাই, ছাত্রদল গুজব ও বয়কটের রাজনীতি থেকে বের হয়ে আসুক। তাহলেই শিক্ষার্থীরা তাদের গ্রহণ করবে।

জুবায়ের জিসান/এআরবি