গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে পরিদর্শন (কোর্ট ভিজিট) করেছেন আশা ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থীরা। পরিদর্শন কার্যক্রমের নেতৃত্ব দেন আইন অনুষদের ডিন মো. সাইফুল আলম।

গত ১৬ অক্টোবর গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান, সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভিন। এ সময় উপস্থিত ছিলেন একজন জেলা ও দায়রা জজ, দুইজন সিনিয়র সহকারী জজ ও আশা ইউনিভার্সিটির আইন বিভাগের প্রথম ব্যাচের একজন প্রাক্তন শিক্ষার্থী।

পরিদর্শনের সময় শিক্ষার্থীরা দলভিত্তিকভাবে আদালতের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। তারা সাক্ষ্যগ্রহণ, জেরা, দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন। এ সময় বিচারক ও আইনজীবীরা শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে আলোচনা করেন এবং আদালতের বাস্তব প্রক্রিয়া ব্যাখ্যা করেন। 

এছাড়াও শিক্ষার্থীরা আদালতের বিভিন্ন শাখা যেমন শেরেস্তা, নজরাত, জিআর শাখা, লিগ্যাল এইড অফিস এবং জেল হাজত পরিদর্শন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিটি শাখার কার্যপ্রণালী বিস্তারিতভাবে তুলে ধরেন, যা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক হয়।

এমএন