অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডিইউএসটি) বাংলাদেশের স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই) এবং রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের  নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটির স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে এ সমঝোতা স্মারকটি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের এসডিআইয়ের চিফ অপারেটিং অফিসার সোয়েব সাজ্জাদ খান এবং নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটির এসডিআইয়ের কান্ট্রি ডিরেক্টর এস. এম. আব্দুর রব।


এই অংশীদারিত্বের লক্ষ্য শিক্ষার্থী, পেশাজীবী এবং আগ্রহী শিক্ষার্থীদের (লার্নারদের) জন্য রাশিয়ান ভাষা ও অন্যান্য পেশাগত দক্ষতা প্রশিক্ষণের সুযোগ তৈরি করা। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও সংস্কৃতির বিনিময় বাড়বে, পাশাপাশি যোগাযোগ, কর্মসংস্থান ও আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া আরও গভীর হবে।

অনুষ্ঠানে অতিথিরা এডাস্ট–এসডিআই ভাষা কেন্দ্রের উদ্বোধন করেন। এই কেন্দ্রের মাধ্যমে পাঁচটি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হবে, যার মধ্যে জাপানি ভাষায় দক্ষতা অর্জনের বিশেষ সুযোগ থাকবে।

‘ইলিশ ফর ওয়ার্ক’ নামের কার্যক্রমটি গত আগস্ট মাসে শুরু হয়েছে। অন্য ভাষাগুলোর প্রশিক্ষণ দেশে ও বিদেশে শিক্ষার্থীদের কর্মসংস্থানে ভাষাগত দক্ষতা অর্জনে সহায়তা করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডিইউএসটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– এডিইউএসটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, এসডিআইয়ের আন্তর্জাতিক কর্মসূচি সমন্বয়কারী শামসুল আরিফিন সোহেল এবং নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটির সরদার ইরিনা ও সরদার নওয়াজিশ।

বিআরইউ