দ্রুত ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত ডিসিইউ শিক্ষার্থীরা
আগামী ৩০ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে দ্রুত ক্লাস শুরুর দাবিতে অনশন শুরু করেছেন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) (২০২৪–২৫) শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে তারা অবস্থান নিয়ে অনশন শুরু করেন।
বিজ্ঞাপন
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া ও ক্লাস শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত এই অনশন কর্মসূচি চলবে।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাব্বির হাওলাদার বলেন, ৩০ অক্টোবরের মধ্যেই আমাদের ভর্তি কার্যক্রম শেষ করে ওরিয়েন্টেশন হওয়ার কথা ছিল। কিন্তু নতুনভাবে ১৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ও ক্লাস শুরুর সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ সেশনের ক্লাস ও পরীক্ষা চলছে, আবার ২০২৫–২৬ সেশনের ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা হয়েছে। অথচ আমরা এখনও ভর্তি শেষ করতে পারিনি। এতে আমরা এক ধরনের অনিশ্চয়তায় আছি।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা ইতোমধ্যে অন্তর্বর্তী প্রশাসকের সঙ্গে আলোচনা করেছি, কিন্তু আশানুরূপ কোনো আশ্বাস পাইনি। তাই ক্লাস শুরু না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।
একই সেশনের শিক্ষার্থী নাজমুল হোসেন বলেন, আমাদের ভর্তি পরীক্ষা হয়েছে তিন মাস আগে। সাবজেক্ট চয়েজ ও অনলাইন পেমেন্ট শেষ করার পরও এখনও ক্লাস শুরু হয়নি। এতে আমরা পড়াশোনায় পিছিয়ে যাচ্ছি এবং মানসিক চাপেও ভুগছি। আমরা চাই– ৩০ অক্টোবরের মধ্যেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাস শুরু করা হোক।
তিনি বলেন, ২০২৫–২৬ সেশনের ভর্তি পরীক্ষা ঘোষণা হয়ে গেছে, কিন্তু আমরা আগের সেশনের শিক্ষার্থীরা এখনো ক্লাসে ফিরতে পারিনি। এতে আমরা যেন হারিয়ে যাচ্ছি এক ধরনের পরিচয় সংকটে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আগামীকাল থেকেই ক্লাস ও ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব নয়। আজ (বুধবার) বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু উপদেষ্টা অনুপস্থিত থাকায় তা হয়নি। তিনি ফিরলে আমরা বিষয়টি পুনরায় উপস্থাপন করব।
শিক্ষার্থীদের অনশন কর্মসূচির কারণে ঢাকা কলেজ এলাকায় কিছু সময়ের জন্য শিক্ষার্থীদের উপস্থিতিতে উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি শান্ত হয়।
এমএইচএন/বিআরইউ