জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবের মৃত্যুতে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে এ স্মরণসভা হয়।

অনুষ্ঠানে বক্তারা হাসিবকে স্মরণ করে বলেন, হাসিব ছিলেন একজন চরিত্রবান, আদর্শবান, নির্লোভ ও সংগ্রামী ছাত্রনেতা। ছাত্ররাজনীতিতে তার অবদান এবং সহনশীল মনোভাব শিক্ষার্থীদের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে চিরকাল।

ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা ও জবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, হাসিবের মধ্যে কোনো ধরনের অহংকার বা অহমিকা ছিল না। সে ছিল একজন জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধা। দেশের জন্য, মানুষের কল্যাণের জন্যই তার লড়াই ছিল। আমরা সবাই যেন হাসিবের মতো নিঃস্বার্থভাবে কাজ করতে পারি– এই দোয়া করি।

সহকারী প্রক্টর ও পরিষদের উপদেষ্টা মেহেদি হাসান জুয়েল বলেন, ভদ্র, মার্জিত ও আদর্শ রাজনীতির যে দৃষ্টান্ত আমরা খুঁজি, হাসিব ছিল তার বাস্তব উদাহরণ।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমাদের মধ্যে পারিবারিক বন্ধনের চেয়েও শক্তিশালী ছিল আদর্শের বন্ধন। দুঃসময়ে পাশে থাকা যোদ্ধাদের একজন ছিল হাসিব, আমরা তাকে ভুলতে পারব না।

হাসিবের বড় ভাই খালেদ সাইফুল্লাহ নাইম বলেন, আমার ভাই আমার জন্য ছিল সাহস ও অনুপ্রেরণা। আমি অন্যায় করলে সে আমাকে ফিরিয়ে আনত। নিজের জীবনের ত্যাগ দিয়ে পরিবার ও আদর্শ দুটোই ধরে রেখেছিল। আমি চাই, আর কেউ যেন ভাই না হারায়।

অনুষ্ঠানে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান ও তৌহিদ হোসেন।

উল্লেখ্য, হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ৩ অক্টোবর পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের মৃত্যু হয়।

এমএল/এসএসএইচ