বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একটি বুকলেট প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে প্রকাশিত বুকলেটটির নাম ‘স্বপ্নদ্রষ্টা : বাংলাদেশের পথের দিশারী এক মহানায়ক জিয়াউর রহমান’। প্রকাশের পরপরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের হাতে পাঁচ শতাধিক কপি বিতরণ করেন।

বুকলেটটি বিতরণ করা হয় কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, কলা ভবন, মল চত্বর, বাণিজ্য অনুষদ ও বিভিন্ন হলের শিক্ষার্থীদের মধ্যে। এর মুখবন্ধ লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।

ব্যতিক্রমী এ উদ্যোগ সম্পর্কে তারিক বলেন, একদিন পথশিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণের সময় মনে হলো শহীদ জিয়াউর রহমান ছিলেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ভরসাস্থল। তখন থেকেই ভাবছিলাম, দূরদর্শী এই রাষ্ট্রনায়ককে নিয়ে সংক্ষিপ্ত একটি বুকলেট তৈরি করে মানুষের হাতে পৌঁছে দিলে ভালো হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রটির ভিত্তি দাঁড়িয়ে আছে জিয়ার দূরদর্শী চিন্তাধারার ওপর। তাই তাকে জনমানুষের কাছে ছড়িয়ে দিতে এই প্রচেষ্টা।

তারিক জানান, জিয়াউর রহমানকে নিয়ে বহু গবেষণা হলেও বিগত সময়ে তার স্মৃতি ও অবদানকে আড়াল করার চেষ্টা হয়েছে। এই বুকলেটের মাধ্যমে জেনারেশন জেড ও সাধারণ মানুষ সংক্ষিপ্ত আকারে শহীদ জিয়াকে জানতে পারবে।

বুকলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রকিবুল হাসান, জুল হোসেন, রিয়া বিশ্বাসসহ বিভিন্ন হল ও মহানগর শাখার নেতাকর্মীরা।

এসএআর/এসএসএইচ