ব্রাকসু নির্বাচনে ৬ সদস্যের কমিশন পুনর্গঠন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের কমিশন পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ১১৭তম জরুরি সিন্ডিকেট সভায় পরিসংখ্যান বিভাগের ড. মো. শাহ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার করে ৬ সদস্য বিশিষ্ট এই কমিশন পুনর্গঠন করা হয়।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
পুনর্গঠিত কমিশনে কমিশনার হিসেবে রয়েছেন- একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহসীনা আহসান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ, নির্দেশনা দপ্তরের পরিচালক ও সিন্ডিকেট সদস্য ড. ইলিয়াছ প্রামানিক বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ অনুযায়ী ১১৭তম জরুরি সিন্ডিকেটের অনুমোদনক্রমে এই কমিশন পুনর্গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (৪ নভেম্বর) ১১৬তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মো. ফেরদৌস রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করা হয়েছিল। তবে দায়িত্ব গ্রহণের আগেই প্রধান নির্বাচন কমিশনারের পদে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে পদত্যাগ করেছিলেন ড. মো. ফেরদৌস রহমান।
এআরবি