চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পোষ্য কোটা বাতিল করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা ও কিছু বিভাগে আসনসংখ্যা কমানো হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পোষ্য কোটা বাতিলের বিষয়ে অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে আসছিল। তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতেই আমরা কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতার জিপিএ গত বছরের তুলনায় সব ইউনিটে শূন্য দশমিক ৫ কমানো হয়েছে। ‘এ’ ইউনিটে এবার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (চতুর্থ বিষয়সহ) মিলিয়ে মোট জিপিএ ৭.৭৫। এছাড়া আবেদন করতে মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৪ এবং উচ্চমাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৩.২৫ থাকতে হবে।

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে মানবিক বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৭ থাকতে হবে। আর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ প্রয়োজন ৭.৫০।

ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। এখানে বিভাগ রয়েছে ছয়টি। সব গ্রুপের শিক্ষার্থীরাই ‘ডি’ ইউনিটে অংশ নিতে পারবেন। এই ইউনিটে আবেদনের যোগ্যতা হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৭ নির্ধারণ করা হয়েছে।

এবার ভর্তি পরীক্ষায় ৯ ধরনের কোটা থাকবে। সেগুলো হলো- মুক্তিযোদ্ধাদের সন্তান, বিদেশি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠী, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত অ-উপজাতি (বাঙালি), শারীরিক প্রতিবন্ধী, বিকেএসপির খেলোয়াড়, পেশাদার খেলোয়াড় ও দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থী।

আসনসংখ্যা ও আবেদনের যোগ্যতা কমানোর বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, এ বছর ভর্তি পরীক্ষার আবেদন ও আসন সংখ্যা কমানো হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল তুলনামূলক খারাপ হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সবাই আবেদন করতে পারে। ১০০টির বেশি আসন থাকা বিভাগগুলোতে আসন কমিয়ে ১০০ করা হয়েছে, ধীরে ধীরে তা ৮০-এ নামিয়ে আনা হবে।

আতিকুর রহমান/এআরবি