শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (শাকসু) তারিখ ঘোষণার দাবিতে রেজিস্ট্রার ভবনে তালা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রেজিস্ট্রার ভবনে তালা দিয়ে রাত ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে যান তারা।

এর আগে বৃহস্পতিবিার সন্ধ্যায় শাকসুর তারিখ ঘোষণা করে সংবাদ সম্মেলন করার কথা ছিলো উপাচার্যের। কিন্তু অজানা কারণে তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকেই শাকসুর তারিখ ঘোষণার দাবিতে ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ ‘প্রশাসন রিমেম্বার শাকসু ইন নভেম্বর’ ‘শাকসু দিলে প্রশাসন, না দিলে প্রহসন’ ‘উই ওয়ান্ট শাকসু’ ‘নির্বাচন কমিশন গঠন করো- করতে হবে’ ‘সাস্টিয়ান সাস্টিয়ান- এক হও এক হও’ ইত্যাদি স্লোগান দেন।

এর প্রেক্ষিতে উপাচার্যের বাসভবনের সামনে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান।

এ সময় তারা আগামীকাল শুক্রবার বিকাল পর্যন্ত সময় চাইলেও শিক্ষার্থীরা তাদের অবস্থানে অটল থাকেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল বিকাল পর্যন্ত সময় চেয়েছি। আমরা আশা করছি এটা নিয়ে কাল সমাধান আসবে।

জুবায়েদুল হক রবিন/এমটিআই