স্বাক্ষর জালিয়াতি করা নেতাকে বহিষ্কার করল ছাত্র ইউনিয়ন
স্বাক্ষর জালিয়াতি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে আজীবন বহিষ্কৃত হওয়ায় এবং জালিয়াতির তথ্য গোপন করার দায়ে ছাত্র ইউনিয়নের এক নেতাকে কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ওই নেতার নাম মিখা পিরেগু। তিনি ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক এবং জাবি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি।
বিজ্ঞাপন
বুধবার (২৩ জুন) দুপুরে সংগঠনটির দফতর সম্পাদক মাহির শাহরিয়ার রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া মিখা পিরেগুর বহিষ্কারের তথ্য গোপনে সহযোগিতা করায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নজির আমিন চৌধুরী জয়ের সদস্যপদ স্থগিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাক্ষর জালিয়াতি এবং জালিয়াতির তথ্য গোপন করার দায়ে গত ১২ জুন অনুষ্ঠিত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি থেকে মিখা পিরেগুকে বহিষ্কার করা হয়েছে। সভায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে ১৪ জুন কারণ দর্শানোর নোটিশ পাঠানোর ৭২ ঘণ্টার মধ্যে উত্তর দিতে বলা হয় এবং উত্তর না দিলে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিজ্ঞাপন
মিখা পিরেগু নির্ধারিত সময়ের মধ্যে কোনো উত্তর দেননি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, নোটিশের উত্তর না দেওয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাক্ষর জালিয়াতি এবং জালিয়াতির তথ্য গোপন করার দায়ে সংগঠনের গঠনতন্ত্রের ৫৬(গ) ধারা অনুযায়ী তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে মিখা পিরেগুকে স্বাক্ষর জালিয়াতির তথ্য গোপনে সহযোগিতা করায় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নজির আমিন চৌধুরী জয়ের সদস্যপদ স্থগিত করা হলো।
এ বিষয়ে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি সভাপতি মো. ফয়েজ উল্লাহ বলেন, স্বাক্ষর জালিয়াতি এবং জালিয়াতির তথ্য গোপন করায় কেন্দ্রীয় কমিটি থেকে মিখা পিরেগুকে বহিষ্কার করা হয়েছে। তাক স্থায়ী বহিষ্কার করা হয়েছে কি না? জানতে চাইলে তিনি বলেন, স্থায়ী বহিষ্কার করতে হলে জাতীয় কাউন্সিল থেকে করা যাবে। কেন্দ্রীয় কমিটির সভায় তাকে কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।
মিখা পিরেগুকে গত ডিসেম্বর মাসে (১৩ ডিসেম্বর, ২০২০) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় স্বাক্ষর জালিয়াতির দায়ে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়ার সংবাদ তিনি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির কাছে গোপন করেন। গত ২৩ ফেব্রুয়ারি সংবাদমাধ্যমের খবরে স্বাক্ষর জালিয়াতির দায়ে মিখা পিরেগুকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করার সংবাদটি কেন্দ্রীয় কমিটির নজরে আসে। এ ঘটনায় ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়। ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ ২৪ ফেব্রুয়ারি তাকে কারণ দর্শানো নোটিশ দিলে তিনি মৌখিকভাবে জানান, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেছেন।
এইচআর/এসএসএইচ